প্রবাসী ছন্দে আইয়ুব রানা (বাংলাদেশ)

জগৎ জননী
জগৎ জননী দূর্গা মা গো
বাজাও রণবাদ্য ঢোল,
হিংসা বিদ্বেষ লোভ লালসা
গিলে খেলো সৃষ্টিকুল।
মানবিক বোধ উদাও হলো
অপকর্ম বিরাজ সদা,
যুগের অশুর নিধন করো
নৈরাজ্যমান এই বসুধা।
অশুর দলের নাচন কুদন
এবার করো ওদের বদ।
শান্তির বার্তা নিয়ে আসুক
ডাকো তোমার সভাসদ।
ছুঁড়ো মাগো অগ্নিগোলা
জ্বলে পুড়ে ছাই যম।
অপশক্তি সব ভস্ম হোক
নি:শেষ অশুর দম।
তোমার নব কৌশলে মা
গড়ো নতুন বসুন্ধরা।
প্রেমের বন্ধন রবে যেথা
মায়াময় স্বপ্নঘেরা।
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই,
এই সত্যটা কায়েম হোক
তোমার কাছে মা চাই।