T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় ঈশিতা পাল

জিওনকাঠি

আমার সমস্ত রাস্তায় তোমার ছায়া
কবিতা,তুমি বৃষ্টির মত ভাল
এর মধ্যেই যত বেখেয়ালি;
সব বেখেয়াল ভেঙে পাহাড়ে
ধাপে ধাপে কান্নার লিপি-
একটু গ্রাম,উপশম।

মেঘ মেঘ ভাবনা থেকে
সরে আসা সকাল,
দাঁতনে ফিরে পাওয়া মুখের স্বাদ
আহা,সত্যিই এমন হয়!

তোমার টগরে ফুটে উঠছি আমি
নেভানো সলতের মত;
এবার যাবার পালা
না,আমি পরম শান্তি চাইছি না।

অশান্তির মাঝে জিয়নো শব্দের ঢাল,
আমাকে বেঁধে রাখে-
কবিতা,ফুঁ দিয়ে মুছে ফেলো
আমার সমস্ত চলে যাওয়া
অনভিপ্রেত অভিযোজন।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।