কাব্যানুশীলনে ঈশিতা পাল

রাতের কবিতা
কবিতায় গডফাদার মানছি তোমায়
সেই যে চাঁদে উঠিয়ে মই কেড়ে নিলে,
এখন আমি চাঁদের চাঁদ আমার।
রুপোলি স্বপ্নে রাতগুলো ঘামে জবজব-
কিজানি কত পথে তোমার সাধনসঙ্গী….
উলের কাঁটা কুরুশে গতজন্মের পায়ের ছাপ।
নিরুদ্দেশের পথে নিরাময়ের বলটা
কবিতা হাঁটছে না দৌড়চ্ছে হিসেব মুলতুবি থাক,
রাতের চিরুনিতে জীবন জটলা যেন গ্রামের একমাত্র বটতলায় উপন্যাস।