কবিতায় পদ্মা-যমুনা তে ইমরান খান রাজ

শূন্যতা

সব দুঃখ শুধু তোমার একার নয়,
কিছুটা দুঃখ আমারও আছে।
যেমন সবটুকু ভালোবাসা তোমার ছিলনা,
যত্ন, বিশ্বাস, ভরসা কিংবা
শূন্যতা, প্রয়োজন আর চাহিদাও-
শুধু তোমার একার ছিলনা।
আমারও ছিল ভালোবাসার ভূমিকা,
কাছে আসার ভূমিকা, প্রবল ইচ্ছাশক্তি।
কেউ যখন নিজের ভূমিকাকে-ই প্রাধান্য দেয়
তখন সেটা বিপরীত মানুষটার-
প্রয়োজনীয়তাকে মিটিয়ে দেবার অপচেষ্টা করে,
যা ভালোবাসার মানুষকে বিলীন করে দেয়।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।