কবিতায় পদ্মা-যমুনা তে ইমরান খান রাজ

প্রশ্ন করে দেখ
প্রশ্ন করে দেখ নিজেকে,
কেনো শত অভিমান, অভিযোগ আর
তীব্র রাগের পর-ও তোর পানে ছুটেছি।
এটাই শেষ কথা; বলার পর-ও পুনরায়
তোর সাথেই করেছি গল্প সারাক্ষণ।
ক্লান্তি, বিষাদ, বিরক্তি লুকিয়ে
তোর হাসি মুখ দেখতে
ভিড় জমিয়েছি বারবার তোর আঙিনায়।
সেই আমায় কতটা প্রয়োজন তোর ?
আরেকটি বার প্রশ্ন করে দেখ নিজেকে !