বাবার স্মৃতি
বাবার সাথে আছে আমার
মজার কিছু স্মৃতি,
কথায় কথায় বলছি আজ
সেসব অনূভুতি।
রোজ সকালে বাবার সাথে
যখন বাজার যেতাম,
হরেকরকম মিষ্টি আর
আমের জুস খেতাম।
বিকেল হলে বাবার সাথে
সাইকেল নিয়ে ঘুরি,
সন্ধ্যাবেলায় ঘরে ঢুকে
করতাম লুকোচুরি।
রাত্রি হলে পড়ার ভয়ে
দিতাম এক ঘুম,
ডাকলে বাবা দৌড়ে যেতাম
দিতে তাকে চুম।
চড়ুইভাতি
তীব্র শীতে কাঁপছে মানুষ
কাঁপছে পশুপাখি,
শীতের রাতে খোকাখুকু
করছে চড়ুইভাতি।
শালিক পাখি খাচ্ছে রস
মনের আনন্দে,
গাছি ভাই গুড় বানায়
ঢোলের ছন্দে।
ঘাসের ডগায় শিশির বিন্দু
কোমলতায় থাকে,
সূর্যিমামা উঁকি দিয়ে যায়
কুয়াশার ফাঁকে।
টাকার অসুখ
টাকাই সুখ, টাকায় শান্তি
টাকা-ই ডেকে আনে
সকল কিছুতে অশান্তি !
টাকায় ভোগ, টাকার লোভ
টাকা ধার না দিলেই
বন্ধুর হয় ক্ষোভ !
টাকাই শক্তি, টাকাতেই ভক্তি
টাকার জন্য পাগলামি
টাকার নেশায় লাগে আসক্তি !
টাকায় রোগ, টাকায় চুপ
টাকায় হয় বিক্রি
টাকার নেশা অপরুপ !