সম্পাদকীয়

কয়েকদিন আগে ‘নারনিয়া’ পড়ছিলাম | এই বয়েসে পৌছেঁও আমার মায়াদেশ বড় ভাল লাগে | বারবার কাজে অকাজে আলমারির সামনে গিয়ে ভাবছি, মায়াদেশ ডাকবে না কি? জামাকাপড়ের পেছনে গেলেই পিটার দ্য ম্যাগ্নিফিসেন্ট সুসান -দ্য জেন্টিল, এডওয়ার্ড দ্য জাস্ট, লুসি – দ্য ভ্যালিএন্ট ,এদের দেখা মিলবে কি? নারনিয়ার দেশে এই আদাম আর ইভের ছেলেমেয়েরা শীত শেষের পাখীকে গাইয়েছিল, ফুল ফুটিয়েছিল | যে দেশে শীত শেষ হত না,
ক্রিস্মাস হত না | একমাত্র ছোটরাই পারে শীত গলিয়ে বসন্ত আনতে । দুষ্টু ডাইনির জাদু ভাঙতে । ছোটদের টানেই আসে বিশাল ” আস্লান”, আসে ক্রিস্মাস বুড়ো ।
হৃদয় সজীব হোক, বরফ গলুক সবার মনে| “নারনিয়া” সবার মাঝে জেগে উঠুক | বসন্ত ফিরে আসুক । বিস্ময় বেঁচে উঠুক ।

ইন্দ্রাণী ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।