সম্পাদকীয়

আকাশের খামখেয়ালীপনার দিন শুরু হল । এই সকাল বেলায় রাত ঘনাল,এই ভরদুপুরে মাঠের শেষে নেমে এল গর্ভবতী লোমশ ইয়াকের পেটের মত একটা মেঘ । ঐ মনে হলো সব ভাসল । ঐ আবার হীরের কুচির মত আলো বেরিয়ে এলো মেঘের পেট থেকে ।
আলোছায়ার খেলায় পৃ়ৃথিবী ভরে উঠুক । জল ভাঙুক মেঘ গর্ভের । পৃথিবী সজল হোক ।
শুভেচ্ছা নিরন্তর ।
ইন্দ্রাণী ঘোষ