সম্পাদকীয়

বড় অস্থির সময় । কাজের চাপে মানুষকে কেমন অসহায় লাগে । কাজই মানুষের আশীর্বাদ । কাজ না থাকলে মানুষ বিতাড়িত সমাজে । কথাটা সর্বৈব সত্য হলেও তার ওপারেও আরেকটা সত্য আছে, অন্তত দিনে দশটা মিনিট থেকে আধঘন্টা নিজের জন্য সময়, নিজের ভাঙাচোড়া টুকরোগুলোকে সাজিয়ে নিজের মুখোমুখি বসা, বিষাদে তলিয়ে যাবার আগেও একবার ভাবা মানব জনম সুন্দর, আমার বেঁচে থাকাটাও আশীর্বাদ, তাঁর জন্য সব ছেড়ে যদি পাহাড়ের কোলে, ঝর্ণার পাশে গিয়ে একা বসে থাকা যায়, গুহার মধ্যে, তাতেও যদি এক গন্ডুষ জীবনের তৃষ্ণা ফিরে আসে, আসুক । জীবন প্রতিযোগিতা
শুধু না, জীবন বেঁচে থাকা শুধুই বেঁচে থাকা, সেই জীবনও সুন্দর ।
ইন্দ্রাণী ঘোষ