সম্পাদকীয়

সিসিটিভি নিয়ে যাদবপুর সরগরম । সিসিটিভি ব্যাক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ । কথাটা ভুল নয় তবে এটাও তো ঠিক সিসিটিভি থাকলে আসল দোষীর সাজা হতে পারত সহজে। এত জট, এত জটিলতা এড়ানো যেত । সবকিছুর ভালো মন্দ আছে । সেটাও তো বুঝতে হবে । এরপর যাদবপুর থেকে ভালো প্লেসমেন্ট পেয়ে যখন কোরপোরেটে চাকরী করতে যাবেন তরুন তুর্কির দল তখন পারবেন আই. ডি কার্ড আর সি. সি. টি. ভি. কে এড়িয়ে যেতে?
নক্ষত্রখচিত যাদবপুরের দিকে তো সকলে তাকিয়ে আছে আপনাদের দায়িত্ব নেই কি আরেকটু বিবেচনা, বুদ্ধির পরিচয় দেওয়ার?
আপনারা আগামী, আপনাদের হাতেই পৃথিবীর চাবিকাঠি তাহলে এখনি শিরদাঁড়ার পরিচয় দিয়ে এগিয়ে চলুন ।
আলো আসুক । আপনাদের দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে আছি আমরা আজও হে যদুবংশীয় নক্ষত্ররাজি ।
ইন্দ্রাণী ঘোষ