সম্পাদকীয়

বাড়ী থেকে বেড়িয়ে একটি শিশুর প্রথম অচেনা পৃথিবীতে পা রাখার জায়গা তাঁর শ্রেণীকক্ষ। সেই শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ করেন শিক্ষক। ফলত: শিশুর মনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেন শ্রেণীকক্ষের এই কান্ডারী। কেমন শিক্ষক সে পেয়েছে তার উপর র্নিভর করে তাঁর জীবনের অনেকখানি। শিক্ষক বা শিক্ষিকা কেমন করে কথা বলেন , তাঁর পোশাক, পরিচ্ছদ সব প্রভাব ফেলে শিশুর গড়ে ওঠায় ।
তবে দিন বদলেছে। এখন শিক্ষক ছাড়াও শ্রেণীকক্ষে আগমন ঘটেছে টেকনোলজির। স্মার্টবোর্ড জায়গা নিয়েছে ব্ল্যাকবোর্ডের। অডিও, ভিসুয়াল মিডিয়াম শিশুওমনের উপর প্রভাব ফেলছে অতি দ্রুত। একদম শিশুকাল থেকেই বাচ্চারা টেকস্যাভি। ফলত তারা যতোটা না শিক্ষকের ব্যাক্তিত্বের দ্বারা প্রভাবিত হচ্ছে তার চেয়ে বেশি কোন শিক্ষক কত স্মার্ট বোর্ড বেশি ব্যাবহার করছেন তাই দিয়ে তাঁকে বিচার করছে।
হয়তো এমন দিন আসবে যখন এ .আই শিক্ষিকা সব ইস্কুলে থাকবেন । রিসার্চাররা তাঁকে তৈরি করে দেবেন তথ্য দিয়ে । তা ভালোই হবে । এমনি ছুটির পর ছুটি আবার ছুটি , ভোট , তাপপ্রবাহ ইত্যাদিতে ইস্কুল আর খোলা থাকছেই বা কোথায় ? মেশিন এবার দায়িত্ব নিক মানুষ গড়ার । মন্দ কি ?
শুভেচ্ছা নিরন্তর ।
ইন্দ্রাণী ঘোষ