সম্পাদকীয়

সমুদ্রপৃষ্ট তেতে উঠছে, বাড়ছে ঘূর্ণিঝড়ের দাপট । প্রত্যেক বছর তেড়েফুড়ে প্রকৃতি বুঝিয়ে দিচ্ছে প্রকৃতির বিরুদ্ধে গেলে সে প্রতিশোধ নেবেই । গরমের প্রাবল্যে ছুটি দিয়ে দিতে হচ্ছে ইস্কুল । কলেজগুলো অবশ্যি খোলা থেকেছে এই বছর । এখন প্রশ্ন হচ্ছে আগেও তো গরম পড়ত, এখন এতটা অসহ্য হচ্ছে কেন? কেন মানুষ ঠান্ডা মেশিন ছাড়া থাকার কথা ভাবতে পারছে না? প্রশ্নগুলো সহজ, আর উত্তর তো জানা । হ্যাঁ পাঠক আপনি ঠিক ধরেছেন, সবুজের অভাব । মরুভুমির মত গরম থেকে বাঁচতে মেশিনে ঠান্ডা হওয়া ঘরের ভিতর এবং ঘরটুকুকে মরুদ্যান করতে পৃথিবীকে মরুভুমি করে দেবার এ এক বিরাট চক্রব্যূহ তৈরি হয়েছে । সামঞ্জস্যের বড় প্রয়োজন আজ, প্রয়োজন অভিমন্যুদের।
সবুজ হোক আগামী পৃথিবী ।
শুভেচ্ছা নিরন্তর ।

ইন্দ্রাণী ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।