সম্পাদকীয়

২০২০ সালে পৃথিবীর দরজা, জানালা বন্ধ হয়ে গিয়েছিল, মানুষ ছিল নিরুপায় । ভাইরাসের প্রতিষেধক বেরনোর পর দেখা যাচ্ছে, বন্ধ ঘরের ভিতরে জন্ম নিয়েছে আরেক মারাত্মক ব্যাধি, মানসিক ব্যাধি । সামাজিক মাধ্যম বা খবরের কাগজ দেখে শিউরে উঠতে হয় । যারা স্কুল শেষ করে কলেজ গেছে এই দুই বছরে তারা জানতেই পারে নি, বইপত্র জোগাড় করে কলেজের পড়া নিজেকেই পড়তে হয়, কোন ভিত্তি তৈরি হয় নি তাদের, আর তাই অন ক্যামেরা বলতে পারে ‘অফলাইন পরীক্ষায় তো একটুও বই দেখতে পারব না’। তারা তো এ কথাও বলতে পারে যে ‘অন্তত দুমাস আমাদের অফলাইন ক্লাস হোক তারপর পরীক্ষায় বসব এবং পরীক্ষার হলে বসে পরীক্ষা দেব,’ এ কথা কই কাউকে বলতে শুনলাম না তো । ঘরে বসে নকল করতে চাওয়ার একি অদ্ভুত আবদার ।
আলো আসুক । চেতনা হোক ছোট ছোট ছেলেমেয়েদের । এই অবসাদ থেকে মুক্তি পাক পরের প্রজন্ম ।
ইন্দ্রাণী ঘোষ