সম্পাদকীয়

নারী দিবস চলে গেল। ক্যান্ডেল লাইট ডিনার, হৈ, চৈ সবই হল। বড় বড় ছাড় দেওয়া হল বাজারে। সে না হয় হল, তবে কথাটা হল এখনো যে এই যে পুরুষের প্রচন্ড অধিকার বোধের সাথে মেয়েদের লড়ে যেতে হচ্ছে তার শেষ নিশ্চয়ই পরের প্রজন্মের মেয়েরা দেখে যেতে পারবে। অর্থনৈতিক স্বাধীনতা থাকা সত্ত্বেও মেয়েদের নিয়ন্ত্রিত করে সংসারের বীর পুঙ্গবটি, সেও তো নিজের চোখে দেখা। সেই শেকল ভাঙতে এক স্বাধীন মধ্যবিত্ত বঙ্গ তনয়ার লেগে যায় ঝারা কুড়ি বছর।
খোলা আকাশ এমন থাকুক যাতে ডানা মেলবে মেয়েরা নির্ভয়ে আর বাসাতেও থাকবে এক টুকরো খোলা আকাশ, শেকল নয়।
ইন্দ্রাণী ঘোষ