সম্পাদকীয়

সম্পাদকীয়

বইমেলা এসে গেল । এই নিয়ে শেষ নেই উৎসাহের ।
বই প্রেমী, অপ্রেমী, হুজুগ প্রেমী, ফিসফ্রাই প্রেমী , সকলেই ছুটবে মেলার মাঠে । বই প্রেম যে উবে গেছে আনন্দ, দেজের সামনে লাইন বা লিটিল ম্যাগের টেবিলে নূতন যৌবনের দূতেদের দেখে তো মনে হয় না ।
নতূন বইয়ের ঘ্রাণ ,আনন্দ, প্রেম, অপ্রেমের সাথে ফুটেজ, পাবলিসিটি, ডিজিটাল মার্কেটিং নিয়ে ময়দান ছেড়ে সেনট্রাল পার্কে হাজির বইমেলা আঠেরোই জানুয়ারী থেকে ।
যতদিন স্বপ্ন আছে , কল্পনা আছে ,বই আছে, বইমেলাও আছে ।

ইন্দ্রাণী ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।