সম্পাদকীয়

শীত যাওয়ার আগে একেবারে ঝোড়ো ইনিংস খেলে নিল । রাজধানীতে রোদ ফেরার । কলকাতায় পূণ্যি ডুবের দিন একদম হাড়ে হাড়ে ঠোকাঠুকি ধরিয়ে দিল । উত্তরে লোরী, দক্ষিণে পোঙ্গল , পূর্বে বিহু, ফসল কাটার উৎসব । সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার সময় , আনন্দের সময় ।
কলকাতায় বইমেলার আগে আইস্ক্রীম মেশানো হাওয়ার সাথে , বাঙালির ধোঁয়া ওঠা পিঠে পুলির বাটির মজলিস জমে ক্ষীর ।
শুভেচ্ছা নিরন্তর ।

ইন্দ্রাণী ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।