সম্পাদকীয়

 

‘জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতু মে ‘ কন্যা তখন ওডিসিতে একটু হাত, পা নাড়তেন, তখনি লাইনটা প্রথম শুনি । পুজো পার্বণ বাড়ীতে বেশি ছিল না, কাজেই বিস্তারিত জানতাম না ওই গোল, গোল চোখের ভগবানের ব্যাপারে । কাজেই জগন্নাথ বলতে গোলাপী, সোনালি কাগজে সাজানো রথ, পাঁপড়ভাজা আর ঢাকুরিয়া বাসস্ট্যান্ডের একটা বিশাল রথের মেলা । আকাশ পাতাল ভাসানো বৃষ্টিতে বৃষ্টিতে রথের মেলা যাওয়া আবশ্যিক ছিল কন্যা ছোট থাকা অবধি । তবে ওই যে বিশাল চোখদুটো মনে হত সব দেখে নিল ভিতর অবধি । কৃষ্ণের অবতার শ্রী জগন্নাথকে জগবন্ধু বলা হয় শুনেছি, আর তাঁর নয়নের পথের বিস্তার তো ত্রিভুবন পেরিয়ে, তাই বুঝি ওইরকম নয়ন গহবরে সব পথ এসে মিলে যায় ।
রথের রশিতে টান পড়ল অতিমারী পেরিয়ে ।
শুভ হোক সবকিছু ।

ইন্দ্রাণী ঘোষ 

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।