সম্পাদকীয়

মানুষ ভাবতে শুরু করেছে , সবকিছু যখন বোতাম টিপেই হয়ে যাচ্ছে তখন আর কষ্ট করে চলাফেরা করে কাজ করার দরকার কি । ঘরে একখানা ল্যাপটপ বা নিদেনপক্ষে স্মার্টফোন থাকলেই পৃথিবী তাঁর হাতের মুঠোতে । হাতে লেখা চিঠির বদলে ইমেল আছে , ওয়াটস আপে চট জলদি বার্তা আছে , দশ মিনটে বাজার আসছে ব্লিঙ্ককিট থেকে , সামাজিক মাধ্যম আছে সকলের সাথে যোগাযোগের জন্য , ওটিটতে সিনেমা দেখা আছে । এমনকি ব্যাঙ্কের কাজ, রান্নার গ্যাস বুকিং এর জন্যেও এককালিন সংখ্যার প্রয়োজন এখন । রোজগারের ব্যবস্থা আছে ঘরে বসে । ফলে যা হচ্ছে নড়াচড়া না করে আমাদের শরীরে এবং মনে থাবা বসাচ্ছে রোগ , ব্যাধি, । মানুষে মানুষে দূরত্ব বাড়ছে, বাড়ছে বিষাদ । মানুষ তা বুঝতে পারছে । আর তাই জন্য বিভিন্ন পার্কে আয়োজন করা হয়েছে বই পড়া এবং সেই পড়ার ভিত্তিতে আলোচনা সভার । এই পাঁচ , ছয় ঘন্টা মোবাইল বন্ধ থাকছে অংশগ্রহণকারীদের । মজার কথা হল এই ব্যবস্থা প্রথম শুরু হয়েছে ভারতবর্ষের প্রযুক্তি রাজধানী বেঙ্গালুরুর লাল বাগে।
যন্ত্র মানূষকে চালনা করতে পারে না , মানুষ যন্ত্রের উপর ভরসা করলেও শেষ অবধি মানুষ মানুষকে ছাড়া বাঁচতে পারে না । সব দেখেশুনে হীরক রাজার দেশের সেই গানটার কথা প্রায়ই মনে পড়ে ‘নহি যন্ত্র , নহি যন্ত্র আমি প্রাণী ‘ ।
মানুষ যন্ত্রের মাধ্যমে মানুষের কাছেই ফিরতে চায় আর তাই সমাজ মাধ্যমের এত রমরমা এই যুগে ।
শুভেচ্ছা নিরন্তর ।