সম্পাদকীয়

 

পদ্মপাতায় শিশিরের ফোঁটা এ জীবন । আর যাপন সেও তো ওই শিশিরের ফোঁটার এক বিন্দু জলের সাথেই মিশে আছে । এত আনন্দ, এত আয়োজন, এত বেঁচে থাকার ইচ্ছা সবই তো মায়ার টলটলে মুকুরে মুখটুকু দেখে নেওয়ার জন্যই । সবকিছুর শেষে যেটুকু পড়ে থাকে তা তো পদ্মপাতায় শিশিরের মতই মায়াময়, তারই নাম ভালবাসা, শিশিরের ফোঁটার বুকে সে এক টুকরো সোনার আলো।

আলো আসুক নতুন বছরে ।
ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা সকলকে ।

ইন্দ্রাণী ঘোষ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।