কাব্যানুশীলনে ইন্দ্রদীপ সিনহা

শিউলি
শিউলি ফুলে ভরে গেছে পথ তোমার চোখে জলছে আলো রাতের মত।
পুজোর গান বাজে দূর মন্দিরে হৃদয় প্রেমে সুর জাগে ধীরে ধীরে।
চুড়ির শব্দে কাপে বাতাস
শাড়ি র ছায়ায় লুকায় স্বপ্ন
দশমীর ভোরে ও প্রেম অটুট।
সন্ধ্যা আরতির দীপ্ত আলোয়
কাঁধে তোমার আলতা রাঙ্গা হাত
জীবন যেন এক নতুন প্রভাত
ভিড়ে হারিয়ে খুঁজি তোমায়
অঞ্জলিতে রাখা প্রেমের মায়া
সিঁদুর খেলার লাল রঙে
তোমার নামই আঁকি মন সঙ্গ
শিউ লি ঝড়ে যায় উৎসব
তবু প্রেম থাকে অমল অনুভব।
তুমি ছিলে থাকবে পুজোর শেষে
এই ভালোবাসা যুগে যুগে লেখে।