মার্গে অনন্য সম্মান ইন্দিরা দত্ত (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮০
বিষয় – দোল উৎসব / ক্রেতা সুরক্ষা / মানবিক
রাধা কৃষ্ণের দোল খেলা
ষোড়শ গোপিনী কৃষ্ণের সঙ্গিনী
পিচকারী’ লয়ে ধায়,
বাঁকাচাঁদ আজ অপরূপ সাজ
খুঁজে কেহ নাহি পায়।
আজ বৃন্দাবনে রাই খুশি মনে
মাতবে প্রেমের রণে,
ওই নীলাকাশ মলয় বাতাস
খেলবে কানুর সনে।
ফাগ-ফাগুয়ায় ভুবন রাঙায়
শিমুল-পলাশ ফুল,
খোঁপায় শিমুল গলায় বকুল
কানে কদমের দুল।
পলাশ ফাগুন হৃদয়ে আগুন
প্রেমের’ই কুঞ্জবনে,
কৃষ্ণ সনে রাই হোলি খেলে তাই
রঙে স্নাত খুশি মনে।
করে টানাটানি আর কানাকানি
মাতেন প্রেমের ফাগে,
রঙের নেশায় মিলন মেলায়
রাধা সনে কৃষ্ণ জাগে।
কোথা গিরিধারী আহা মরি মরি
আসুক যতই বাধা,
প্রেমের পরশে মনের হরষে
খুশিতে ভাসেন রাধা।
দোল উৎসবে প্রেমের গৌরবে
মনের দুয়ার খোলে,
প্রাণে জাগে সাড়া মিলনের তাড়া
রাই সনে কৃষ্ণ দোলে।