মার্গে অনন্য সম্মান ইন্দিরা দত্ত (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক_প্রতিযোগিতা পর্ব – ৯৭
বিষয় – স্মৃতি
স্মৃতিকথা!!
স্মৃতির পাতায় আশায় আশায় সকাল দুপুর সাঁঝে,
কত স্মৃতি কথা নিয়ে ভাসি আমি হায় এ হৃদয় মাঝে।
মাঝখানে রয় স্মৃতি সাঁকো ওই মোরা হায় দুই কূলে,
স্বপ্নের মাঝে হাতছানি দাও গিয়াছো যে তুমি ভুলে!!
ফেলে আসা স্মৃতি তবু দেয় প্রীতি মন সদা তোমা স্মরে,
কেন চলে গেলে তুমি মোর প্রিয় দু’নয়নে বারি ঝরে।
ভাবি মনে মনে আছো তুমি সনে তোমাকে যায় না ভোলা!
তব স্মৃতিকথা স্মরণেতে এসে হৃদয়ে দিচ্ছে দোলা।
কেটে যায় বেলা নভে মেঘ খেলা শ্বাস ফেলে যায় বায়ু!
সারাদিন ধরে কাঁদি তোমা তরে শেষ হয়ে আসে আয়ু।
তব ছবি হাসে হৃদয়েতে ভাসে স্মরি আমি তব মুখ,
এসো ত্বরা করি যাবো আমি মরি তোমা ছাড়া পাই দুখ।
বিরহিনী হিয়া মরিছে কাঁদিয়া স্মৃতি রোমন্থন,
মিটিলো না আশা শুধুই নিরাশা হতাশায় কাঁদে মন।
একা একা বসে সাগরের তীরে মনে পড়ে কত স্মৃতি!
ঢেউ আসি তীরে পড়ে আছড়িয়ে নেই শুধু তব প্রীতি।
ওই নীলাকাশ বালুকাবেলায় আমি আজ হায় একা,
একাকিনী হেথা আমি কেঁদে যাই নাহি পাই তব দেখা!
বিরহব্যথায় কাতর হয়েছি বাড়ছে বুকের ক্ষত,
ভুলতে চেয়েও স্মৃতিকথা মোর মনে পড়ে যায় তত।