মার্গে অনন্য সম্মান ইন্দিরা দত্ত (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১০
বিষয়-শিশুদিবস
ওরাই দেশের ভবিষ্যৎ
‘ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে ‘,
ওরা দেশের ভবিষ্যৎ বুঝবে কবে মন্তরে?
ওরা দেখাবে আগামী দিন ছেঁড়া বস্ত্রে দেখি থাকে,
ওরাই শিশু মালঞ্চ যে স্বপ্ন তাকে খালি ডাকে।
এই সমাজে যুপকাষ্ঠে স্বপ্ন যায় সব টুটে,
গরিব শিশু খাটছে দেখি সুবিধা সব ধনী লুটে।
শিশুশ্রম বন্ধ হলে বিকাশ হবে দেশে দেশে,
ফুলের মত কত শিশুর জীবন যায় স্রোতে ভেসে!
অবুঝ শিশু বোঝেনা ওরা চারদিকেতে রাজনীতি,
ভবিষ্যৎ বীজগুলো তৈরি করবে রীতিনীতি।
আয়রে ছুটে কোমলমতি, মাটির তাল যত শিশু,
দেখবি তোরা এক একটি তৈরি হবে যথা যীশু।
আজকে শিশু কালকে হবে দেশের তারা নাগরিক,
হবে বিজয় করবে ভেদ বইবে খুশি চারিদিক।
শিশুরা হয় কোমলমতি, ঠিক যেন গো ফুল বাগ,
সুপ্ত ভিজে ঘুমিয়ে থাকে দেশের প্রতি অনুরাগ।
শিশুশ্রম বন্ধ হলে বিশ্বজয়ী হবে জানি,
শিশুর মন ফুলের মতন নিষ্পাপ যে মোরা মানি।
ফুলের মত শিশুগুলোকে দেখেই লাগে মনোহরা,
ভালো থাকুক সকল শিশু আনন্দতে হোক ভরা।