মার্গে অনন্য সম্মান ইন্দিরা দত্ত (সেরার সেরা)

অনন্য সৃষ্টির সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১৪
বিষয় – নবান্ন
নবান্নের খুশি
মাতালো প্রাণ সোনালি ধান খুশি চাষির মনে,
হেমন্তিকায় সকাল বেলায় পাখি ডাকছে বনে।
দূর্বা ঘাসে শিশির হাসে মুক্তোসম লাগে।
শিউলি চলে সদলবলে হৃদে খুশি জাগে।
নবান্ন- ধান জুড়ে যায় প্রাণ ভরবে সবার গোলা,
শীতের বেলা ফুলের মেলা যায় না কভু ভোলা।
শীত সকালে নতুন চালে নানান পিঠের মেলা,
লাগলো নাচন মন উচাটন বয়ে যে যায় বেলা।
খেজুর রসের হাঁড়িগুলো গাছে ঝুলে থাকে,
ঘন কালো কুহেলিকা যেন পিছু ডাকে।
খেজুর গাছের টাটকা রসের স্বাদ যে থাকে মুখে,
নলেন গুড়ের পাটালিটাও খাব মনের সুখে।
শীতের পিঠে দারুণ মিঠে আয়েশ করে খাবো,
নলেন গুড়ে খোয়ায় পুরে আহা কি স্বাদ পাবো!!
পাটিসাপটা ভরে প্রাণটা সরু চাকলি খেতে,
চন্দ্রপুলি আস্কেগুলি খাই সবে ভাই মেতে।
শীতের বেলা সর্ষের মেলা অলিরা বসে গাছে,
কুয়াশায় হায় দেখা না যায় রাস্তায় যারা আছে।
নতুন ধানে হয় নবান্ন প্রতি ঘরে ঘরে,
নানান রকম পায়েস পিঠা আনন্দেতে করে।