মার্গে অনন্য সম্মান ইন্দিরা দত্ত (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯১
বিষয় – জামাইষষ্ঠী/ বৌমাষষ্ঠী
জামাইষষ্ঠী
জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী এল ঘরে খুশি আসে,
শ্বশ্রুমাতা আনন্দিত কন্যা রত্ন হাসে।
জামাই বরণ তরে কত আয়োজন!
শাশুড়ি খুশিতে করে জামাতা যতন।
পর ঘরি মেয়ে এলো খুশির’ই বন্যা!
কতদিন পরে এলি আদরের কন্যা!
খুশিতে পিতার চোখ চিকচিক করে,
আনন্দাশ্রু মুছে তিনি যান অন্য ঘরে।
থলি হাতে পিতা যায় বাজারের তরে,
শাশুড়িমা বলে তাকে এনো সব স্মরে।
বাজার আনবে সেরা গিন্নি কন হেসে,
চিংড়ি ইলিশ সব্জি মাছ ও মাংসে।
ভালো দেখে এনো তুমি কাতলা বা রুই ,
ছেঁচড়া বানাবো তাই এনো মোটা পুঁই।
রসগোল্লা কালাকান্দ দধি আর মিষ্টি,
গিন্নি ধরালেন দেখি এত বড় লিস্টি!
করবো পায়েস ক্ষীর কাজুদানা দিয়ে,
সাদা সাদা লুচি ভেজে দেব শুদ্ধ ঘিয়ে।
ফল-ফলাদি মিষ্টান্ন দিয়ে সাজে ডালা!
পঞ্চব্যঞ্জনে সাজান জামায়ের থালা।
জামাই ষষ্ঠীর সাথে বউ ষষ্ঠী হবে,
উলট-পুরাণ আজ দেখে যাও সবে।
শাশুড়িমা যত্ন করি বধূ ষষ্ঠী করে,
কন্যাসম বধুমাতা আসিয়াছে ঘরে।
খুশিতে সবাই তোরা শঙ্খধ্বনি কর!
লক্ষ্মী স্বরূপিনী বধূ আলোকিত ঘর।
আনন্দে মেতেছে আজ বাঙালিরা সবে,
জন্ম জন্ম এই ষষ্ঠী জেনো বেঁচে রবে।