মার্গে অনন্য সম্মান ইন্দিরা দত্ত (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১০৪
বিষয় – গৃহিণী

সুগৃহিনী

কর্তা যদি হয় বিশাল বটবৃক্ষ, গৃহিণী তার ডালপালা,
একজন অন্যের পরিপূরক নইতো সংসার শুধু নরকজ্বালা।
কুসুমসম প্রস্ফুটিত হয় যে এই কামিনী,
সৌন্দর্যে,মাধুর্যে,ব্যক্তিত্বে সে এক পরিপূর্ণ দামিনী।

মহীয়সী নারী হলেন গৃহিণী, দশভূজা দূর্গতিহারিণী,
যার পরশে প্রাণের ছোঁয়া পায়, তিনিই মনমোহিনী।
সংসারের খুঁটিনাটি পরিকল্পনা করেন তিনি,
একাধারে মা, বধু,পত্নী সকল রূপে যিনি।

শিশুর মানসিক ও শারীরিক বিকাশ পর্যবেক্ষণ করেন তিনি,
সুস্থ সবল সমাজ নির্মাণ করেন যিনি।

রাষ্ট্রের কাঠামো মজবুত ক’রে এগিয়ে যান তিনি,
বধুরূপে বয়স্কদের পরিচর্যা করেন এই দশভূজাধারিণী।

আহার- নিদ্রা ত্যাগ করে সদাজাগ্রত এই মাতৃরূপিনী,
সমাজ, স্বাস্থ্য, পরিবার, বিজ্ঞানে একাধারে দুর্গারূপিণী।
আবার কুলোকের দৃষ্টি দেখলেই হন তিনি কালীরূপিনি,
সেই গৃহিণীই নিজ সংসারে হন প্রাণ প্রদায়িনী।

সংসারের সকল সমস্যার মোকাবিলা করেন তিনি ভিতরে,
প্রয়োজনে সংসারের হাল ধরেন,উপার্জন করে বাহিরে।
পৃথিবীর সবচেয়ে জটিল কাজ হাসিমুখে করেন ইনি,
এক কথায় পুরুষের ভাষায় পেশায় তিনি একজন ‘সুগৃহিণী’।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।