T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় ইন্দ্রাণী দত্ত
by
·
Published
· Updated
কুয়াশার চাদরে
শহর ঢেকেছে যেন কুয়াশার চাদরে,
ঘাসের উপর শিশির শায়িত সযত্নে-আদরে।
হিমের হাওয়া শরীর ছুঁয়েছে কখন যে অজান্তে
আবছা হয়েছে তালগাছগুলি ওই দূরে, মাঠের প্রান্তে।
বাতাস উঠেছে ভরে রসালো গন্ধে,
কনকনে ঠান্ডা স্পর্শ করছে সকাল হতে সন্ধ্যে।
দীর্ঘ রাত আর শীত ঘুমে স্তব্ধ সময়,
আমেজ আনে দেহে ভোরের আহ্লাদী সূর্যোদয়।
পিঠেপুলি গ্রামবাংলার ঘরে ঘরে উৎসব আনে,
খেত ঢেকেছে সোনালী আমনের ধানে।
পড়ন্ত বিকেলে পথিকের তাড়া বাড়ির পথে,
কঙ্কালসার তরু কাঁদে পাতা খসানোর ঋতুর সাথে।
শীত আসে,শীত যায় বিষন্ন সুরে,
আবার আসে ফিরে বঙ্গে বছর ঘুরে !