মার্গে অনন্য সম্মান ইন্দিরা দত্ত (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১২৭
বিষয় – বাসন্তী পূজা
বাসন্তী পুজো
বসন্তে বাসন্তী পুজো এলো দশভুজা,
গণেশ কার্তিক পুত্র, লক্ষ্মী সরস্বতী।
চৈত্র শুক্লা নবমীতে ও অসুর রাজা,
পুজিবো সকলে মিলে মোরা হৈমবতী।
বসন্ত সেজেছে ছন্দে কৃষ্ণচূড়া সাজে ,
চণ্ডিকা এসেছে মর্ত্যে মেতেছি আনন্দে ।
চাষিরা জুটেছে মাঠে ফসলের কাজে,
পলাশ- শিমুলে দেখো বাসন্তিকা বন্দে.
মাকে পুজি ভক্তিভরে ফুল বিল্বদলে,
সিংহপৃষ্ঠতে আসীন দেবী কাত্যায়নী।
ষোড়শ মিষ্টান্ন আর দূর্বা-গঙ্গা জলে,
কতশত নাম তার শঙ্করী ভবানী।
সুরথ রাজ-সমাধি আনিলেন মাকে,
অসুর নাশিনী চণ্ডি দেয় মনে আশা।
ভক্তবাঞ্ছাকল্পতরু ভাবি মোরা যাকে,
মাতৃরূপী দুর্গামা’র মর্তধামে আসা।
রাম-নবমীর তিথি পুণ্য চৈত্র মাস ,
নানা বিধ উপচারে তোমায় প্রণাম।
শুক্লপক্ষে অষ্টমীতে তাহার প্রকাশ,
বাসন্তীর আশীর্বাদে ধন্য ধরাধাম।