মার্গে অনন্য সম্মান ইন্দিরা দত্ত (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১২২
বিষয় – আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
একুশে ফেব্রুয়ারির স্মৃতি
বাংলা আমার মায়ের ভাষা, পাই যে মায়ের স্নেহ,
স্লোগান উঠলো ভাষার তরে মাতৃভাষা দেহ।
উর্দু ভাষায় বলবো কেন সে কি বুঝতে পারি?
ভাষার জন্য তাইতো লড়াই একুশ ফেব্রুয়ারি।
বাংলা ভাষার প্রত্যেক বর্ণ যাদের রক্তে লেখা,
জন্ম থেকেই মায়ের কোলেই সেই ভাষাটা শেখা।
ভাষার মাসটা ফেব্রুয়ারি রক্ত দিয়ে আঁকা,
শহিদ দিবস স্মরণ করে বাংলা মাকে ডাকা।
বাংলা ভাষার মান বাঁচাতে কত দামাল ছেলে!
বাংলা মায়ের স্নেহের টানে জীবন কাটায় জেলে।
জব্বার-রফিক-শফিক-বরকত জীবন দিল তারা,
ইতিহাসে অমর হলো ভাষা সৈনিক যারা।
ভাষায় রক্ষায় বীর বাঙালি অমর হয়ে আছে,
বাংলার ছেলে হয়নি নত পাক সেনাদের কাছে।
বাংলা হবে রাষ্ট্রভাষা বাংলাদেশের তরে,
ভাষা দিবস এলে তাইতো বীর শহীদদের স্মরে।
শহিদ পদে একুশ ধ্বনি ফেব্রুয়ারির স্মৃতি,
আটান্নর সেই ভাষার মাসটি স্মরণে দেয় প্রীতি।
বর্ণমালার স্বর্ণতরী রক্তে ভেসে এলো,
বিশ্বমাঝে বাংলা ভাষা শ্রেষ্ঠ আসন পেলো ।
একুশ মানেই ভাষা দিবস সব বাঙালির তরে,
উনিশ শত বাহান্ন সাল বাংলার প্রতি ঘরে।
রক্তের দানে একুশ তারিখ জিতল মায়ের ভাষা ,
তাই তো একুশ বাঙালিদের জাগায় বাঁচবার আশা।