শূন্য থেকে সীমাহীন শূন্যতায় বিলীন তুমি!
বাজে আজও মনের ঘরে –
তোমার কথার নীরব শঙ্খ ধ্বনি।
শব্দ তরঙ্গ বয়ে নিয়ে যায় –
তোমার সৃষ্টি কর্ম খানি।
বুকের আগুন জ্বালিয়ে ওই সড়ক !
দূর দূর বহু দুর অসীম সাহসী এক যোদ্ধা যেন !
কলমের কালি আর সাদা কাগজের আঁকিবুকি
যেন জীবন্ত কিংবদন্তি!
সারা বেলা কাটুক না হয় অপেক্ষায়
আবার যদি ফিরে আসো একবার
আজি এ শঙ্খ বেলায়।
তুমি ছিলে, আছো, থাকবে চির কাল।
যতদিন আছে এ ধরণী।
হে কবি তোমায় নমি।।।।