কবিতায় বলরুমে ইলা চক্রবর্তী by · Published June 21, 2021 · Updated June 21, 2021 ভালোবাসার গল্প ঘুমন্ত শরীরের পরাগের স্পর্শ ছিল তখনও উজ্জ্বল! চাঁদের নরম আলিঙ্গনে কেঁপে উঠেছিল জোছনা! চারিদিকে রূপোলী চাঁদর যেনো জড়িয়ে ছিল। তোমার আমার প্রেমের গল্প লিখেছিলো টিম টিম তারা! তেমনি এক রাতে তোমার কবিতার শব্দের আনা গোনা,,, প্রদীপের নিভু আলোতে দেখেছি তোমার চকচকে চোখ দুটো। সাবলীল ভাবে লেখা ছিল এক পবিত্র ভালোবাসার গল্প। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 || অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় সোমা চট্টোপাধ্যায় রূপম April 15, 2021 by · Published April 15, 2021