প্রেমের ফাঁদে পড়েছে এ মন।
স্পর্শ কাতর এ দুটি নয়ন।
ভাবছি বসে তোমার তোরে,
শূন্য জীবন শুধু আশাই করে।
কি আছে আমার কিবা দিতে পারি!
আমার প্রেম সারল্য ঘৃণা!
সবই তো দিয়েছি।
তবু তুমি একবারও আমায়
কাছে টানতে পারনি!
অনাগত আমি আজ তোমার কাছে,
অতৃপ্ত তুমি,
আমি আজ তুমি হীনা!
বুকের পাঁজরে যন্ত্রণার আঁচড়!
ধমনীতে ঘৃনার তরল স্রোত,
তবু দাবি করো ভালোবাসি বলে!
নির্বাসিত হলো আমার আমিত্ব!
তবু বয়ে বেড়ানো-
বয়ে বেড়াতেহবে আজন্ম কাল!
এই তো লিখন লিখেছি আমরা,
নিঃশব্দে নৃবিতে একটা একটা করে ,
সিড়ি ভাঙছি!
ভাঙছি নিজেকে আমার আমিটাকে,
গলিত লাভা হোবো এবার হয়তো!