T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় ইলা চক্রবর্তী
আমার হৃদয়ে তুমি
অন্তরে আমার জড়িয়ে আছো,
তুমি হে বিশ্ব কবি!
তোমারে শুধু ভালোবাসি,
তোমারে সদা যে নমি!
ছোট্ট বেলায় যখন পড়েছি
তোমার কবিতা খানি।
সুরের দোলায় হৃদয় দোলায় ,
তোমার সৃজন বাণী।
কথার ছলে খুশির স্রোতে,
সে যেনো কাব্য মেলা।
দিন কেটেছে তোমার কাব্যে
আমার ছোট্ট বেলা।
বড় হয়ে জানি,
মহান কবি তুমি।
তোমার অবাধ গতি, গল্প কবিতা গানে।
কি না আছে তোমার ঝুলিতে,
আরো কত কি কে তা জানে।