T3 || কোজাগরী || বিশেষ সংখ্যায় ইলা চক্রবর্তী

লক্ষী এলো ঘরে
লক্ষী এলো ঘরে,,,,।
লক্ষী ছাড়া আপদে আজ জগৎ গেছে ভরে।
সেই তো দেখো ঘুরিয়ে ফিরিয়ে কন্যেরে পুজো করে,,,
তবু কেন আজ সহজ এতো
জ্বলছে আগুন পুড়ছে দ্বিগুণ।
রুদ্ধ আজ আওয়াজ তাদের,
জন্ম নেওয়ার আগেই,,
এমন ভক্তি দেখেছো কোথাও?
জিতছে খুনি বারে বারে ঠিক
এ ভাবেই!
গোলা ভরা ধান, স্বর্ণ পদক,
সিন্দুকে আছে টাকা,
যদি পূজা করি লক্ষী ঠাকুরণ,
নয়তো সব হঠাৎ করে –
হয়ে যাবে সব ফাঁকা,,
কোজাগরী রাত আলতা সিঁদুর
আলপনা আর পায়ে যে নূপুর
এতো আয়োজন এতো সাজ এতো সজ্জা!
ঘরে মেয়েটি ঢাকে কী দিয়ে
তার কোন সে লজ্জা,,,!
এসো মা লক্ষী বস ‘ মা ‘ তুমি
দিলাম আসন পেতে!
এ হেন জীবন আর কতদিন ?
অসুরেরা থাকে যে মেতে,,!