|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় ইলা চক্রবর্তী

” পথে লুটায় ‘ মা ‘ দুগ্গা “

কাল দেখলাম, কেমন পথের ধুলায় লুটোপুটি খায় ‘ মা ‘ দুগ্গা?,,,,
পায়ে পায়ে ডিঙিয়ে যায় তাঁরে,,,
অকাতরে শরীর এলিয়ে ঘুমায় ‘ মা ‘ আমার।
পথেই আরাম শয্যা,,,,
ঠিক পাশেই –
কুকুর ছানা দুটি একটু জায়গা করে ভাগাভাগি ।
পচা গলা ভরা ডাস্টবিনের পাশে এ কোন সাজ সজ্জা ?
দেখি মাটির প্রতিমা সোনায় মোড়ানো,
বেনারসী শাড়ী গায়ে জড়ানো,
পথের দুগ্গা কী দিয়ে ঢাকে তাঁর লজ্জা ?
ধমনীতে যার লোহিত সাগর,,, ,
সেই মায়ের চোখে রক্ত শ্রাবন বরষা,,,,
বুকের রক্তে আলতা রাঙানো
‘ পা ‘ দু ‘ খানি
শীর্ণ দুই হাতে লাল শাখা পলা !
সিমন্তে সিঁদুর খেলা ।
এমন দুগ্গা দেখেছো কোথাও?
এ যে পথের ধুলায় লুটায়,
পথের ‘ মা ‘ দুগ্গা,,,,

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।