কবিতায় ঈপ্সিতা বিশ্বাস

স্বাধীনতার রঙিন চশমা
মধ্যরাতের স্নেহাতুর ষড়যন্ত্র
তোমাকে কুকুর ভেবে ছুঁড়ে দিল এক টুকরো রক্তাক্ত রুটি,
তুমি এর নাম দিলে স্বাধীনতা!
এক ভিনদেশী রিং-মাস্টার তোমায় জন্তুর মতো নাচালো,
তুমি ক্ষমতার লোভে নাচতে থাকলে আর তীক্ষ্ণ ছুরিকাঘাতে ছিন্নভিন্ন করলে তোমার মায়ের বুক!
আমরা পেলাম ‘গৃহহীন’ তকমা,
আমরা পেলাম আদিগন্ত যাত্রাপথ,
আমরা পেলাম অফুরন্ত ক্ষুধা-তৃষ্ণা।
তোমার তরুলতার শ্যামলিমায় লেগে আছে ছিটে রক্তের দাগ,
আমার সন্তানেরা মৃত, আমার মায়েরা ধর্ষিত!