সাতে পাঁচে কবিতায় ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়

পরমান্ন
প্রতিদিন ডাল ভাত ব্যঞ্জনের তীব্র যাপনে
রোদে ঘামে ক্লিষ্ট অনুভবে ও
বেঁচে থাকে কবিতার স্বাদু মূর্ছনা
মধ্য যামে নিভৃত প্রণয়ের রসণায়
আমিষ উনুনে রান্না বসে
ঠোঁটে ঠোঁট , মীড়ে গমক
দ্রুত সুর জোছনায় রাগ বিলাবল
শব্দার্থ ওম্ পায় গভীর ব্যঞ্জনায় —
ভোরের অ্যালার্মে
রাতের ভূগোল আর সকালের ব্যাকরণে
চরম মতান্তর
তাল যতি সম সব একজোট হয়
বেজে ওঠে সমূহ কলহের ম্যাণ্ডোলিন
জীবনের জটিল তরঙ্গে
তুমুল প্রবাহে ভেসে চলে
দুটি সমান্ত রেখা
শুধু কবিতার পংক্তি গুলি পরমান্নের পাতে
জুঁই ফুল হয়ে হাসতে থাকে
হাসতেই থাকে – –