মেহেফিল -এ- শায়র হরলাল রায় সাগর (নির্বাচিত কবিতা)

অস্থিরতায় বিদীর্ন

ইদানিং বড্ড আলসে হয়ে গেছি
কোনো কিছুতেই যেন মন বসছে না
অস্থিরতার খরগে আবর্তিত অস্থিমজ্জা-সারাক্ষণ
কুড়ে কুড়ে খাচ্ছে অক্টোপাশের মতো
আপন ভুবনে মজে থাকার অভ্যেসটাও
কেন যেন বদলে গেছে- দীর্ঘদিন ধরে-
কবিতা লেখা, খবরের কাগজে সংবাদ
লেখার স্পৃহাও অচল হুট করে।
টেবিল স্পর্শেই বুক ধরফর-
সমুদ্রের উত্তাল ঢেউ খেলে
মেজাজটা রুক্ষ, বড় খিটখিটে মনে হচ্ছে
এমনতো ছিল না আগে…।
কখনও সখনও সপ্রতিভ প্রতিজ্ঞা-
লেখালেখি পরমারাধ্য-সমস্ত ভাবনা জলাঞ্জলী।
কিন্তু শত চেষ্টা-প্রতিজ্ঞার দেয়াল
অস্থিরতার বুলডোজারে খান খান।
নির্বাসিত জীবনটাকে তুচ্ছ, বাজে
বড় ঝামেলার মনে হচ্ছে।
অস্থিরতার নির্মমতায় বিদীর্ন দেহটা
বিছানায় শটান-
জবাই করা কবুতরের মতো
লাফাতে লাফাতে শেষমেষ…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।