T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় হৃদয় মালাকার

শকুনির সম্পর্ক
তোমায় মিথ্যা বলেছি- খড়ের পালা থেকে পড়ে গিয়ে আমার হাত ভাঙেনি, ভেঙেছিল শিরদাঁড়া। শিরদাঁড়া ভাঙা মানুষের মত প্রকাশের কোনো অধিকার নেই।
আমি শুধু সমর্থন করতে করতে ভালোবাসা কুড়িয়েছি। তুমি চেয়েছিলে তোমার প্রেমিক কলার তুলে কথা বলুক। বলুক- আপনারা উচিত কথা বলেননি।
আমি শকুনির বাঁধা সুতো ছিড়ে বেরোতে পারছি না। প্রতিটা দানে ভেবেছি এইবার পাশা ছেড়ে ওঠা যাক। কিন্তু আপনারা জানেন- সর্বস্ব না হারানো পর্যন্ত জুয়াখেলা শেষ হয় না! একথা সবাই বুঝল, শুধু আমার প্রেমিকা বুঝল না।