|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় এইচ এম হাসান মাহমুদ
by
·
Published
· Updated
অবুঝ প্রেমের গল্প
একদিন মায়াবী বসে বসে ফোন টিপছে।
হঠাৎ রিকোয়েস্ট ম্যসেজ দেখতে পেল।
গিয়ে দেখলো কাজল নামে আইডি থেকে ম্যসেজ পাঠিয়েছে।
কে তুমি কোথায় থাকো?
মায়াবী কিছুটা অবাক হয়ে ভাবতে লাগলো।
কে সে?
পরিচয় দিলো মায়াবী।
তখন আবারো কাজল ম্যসেজ করলো
আমি একটা জিনিস জানতে চাই!
মায়াবী মেসেঞ্জারে তখন কল করলো।
দু’জনের মাঝে অনেক কথা হলো।
কাজল মায়াবীর প্রোফাইলের ছবিটা দেখে ভাবলো দর্শনীয় স্থান ঘুরেছে তার ভিতরে
অনেক ট্যালেন্ট আছে।
এক পর্যায়ে তারা দু’জন ফেসবুক বন্ধু হলো এবং হোয়াটসঅ্যাপে এড হলো।
নিয়মিত দু’জনার খুব কথা চলে।
অনেকদিন পর মায়াবী একজন বিশ্বস্ত বন্ধু পেলো।যার কাছে তার বিশ্বাসটুকু
সব জমা রাখা যায়।
ধীরে ধীরে মায়াবী কাজলের প্রেমে পড়ে যায়।
ভিডিও কলে কথা চলছে প্রতিনিয়ত।
এভাবে কয়েক মাস কেটে যায়।
হঠাৎ যোগাযোগ বন্ধ করে দিলো কাজল
মায়াবী তার শোকে পাগল হয়ে যাচ্ছে।
খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে।
মায়াবী জানতো তাকে কোনোদিন সে পাবে না
কারণ মায়াবী মুসলমান আর কাজল হিন্দু।
এরপর থেকে মায়াবী প্রতিজ্ঞা করেছে
জীবনে কাউকে আর সে ভালোবাসবে না।
তবে আবার যদি জন্ম হয় তখন কাজলকে
সে স্রষ্টার কাছে চেয়ে নেবে।