কবিতায় পদ্মা-যমুনা তে হাসু কবির

তেলাতঙ্ক
তেলাতঙ্কে পকেট কাঁপে
ভারাক্রান্ত মন
ঘরের বউও কাঁদে ভীষণ
এলে রান্নার ক্ষণ।
আমি মরি কেনার ডরে
আকাশ ছোঁয়া দাম
কষ্ট ব্যথা জমে জমে
পূর্ণ বুকের বাম।
মনকে বোঝাই অল্প খেলে
স্বাস্থ্য ঝুঁকি কম
হার্ট অ্যাটাকেও হঠাৎ করে
বের হবে না দম।
তেলের মাঝে ভেজাল মেলে
বিজ্ঞাপনে খাঁটি
চাই না এসব তেলে জীবন
অকালে হোক মাটি।
বউকেও বলি রান্নাবান্না
অল্প তেলে সারো
প্রাণে বাঁচব বাঁচবে টাকা
ধার ধারবো না কারো।