প্রবাসী ছন্দে হাসু কবির (বাংলাদেশ)

বর্ষা এলে
বর্ষা এলে ফর্সা আকাশ
ঘুটঘুটে হয় কালো
হঠাৎ করেই যায় হারিয়ে
দিনমণিরই আলো।
বর্ষা এলে ছন্দ তালে
বৃষ্টি ঝরে পড়ে
নদী খাল বিল ডোবা নালা
মূহুর্তে যায় ভরে।
বর্ষা এলে গ্রাম’টা যেন
দ্বীপের মতো ভাসে
কদম,কেয়া পদ্ম ফুটে
মিটিমিটি হাসে।
বর্ষা এলে নেই ভরসা
ছাতা বিহীন চলা
হঠাৎ বৃষ্টি পথে জমে
হতে পারে জলা।
বর্ষা এলে নৌকা চড়ে
ঘুরতে ভীষণ মজা
পথে ঘাটে চলাচলে
ওতো টা নয় সোজা।