কবিতায় হামিদুল ইসলাম

বর্ণমালা
একটি জনহীন পথ
আজও দাঁড়িয়ে ন্যাড়া বট। জুঁইফুলের সুবাস
সন্ধ্যা নামছে পায়ে পায়ে
বাসর ঘর। দোমড়ানো আঙুল। গভীর রাত
সাপ প্যাঁচানো পাহাড়ি পথ
গায়ে মাধবীলতা
মাঝে মাঝে দুচোখ আটকে যায়
নারীদেহ ছুঁয়ে দেখা ঠোঁটের লালায়
আমরা নেমে আসি হাইওয়ে বরাবর
বৃষ্টি। বুকের ভেতর নগ্ন বুক
পেজা তুলো। হৃদয় গর্জায়
মাঝে মাঝে সব কথা হয়ে ওঠে হৃদয়ের বর্ণমালা।