“এই শ্রাবণে আষাঢ়ে গপ্পো” বিশেষ সংখ্যায় হরেকৃষ্ণ দে
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
পৃথিবী
চাঁদ হতে চাই না কোনোদিনই তোমার আকাশে
শুধু একটা পৃথিবী হয়ে থাকতে চাই সারা জীবন তোমার হৃৎপিণ্ডে৷
যাতে তোমার হৃৎপিণ্ডের ওজন ছ’গুন বেশী অনুভব করতে পারি
চাঁদে ছ’ভাগের এক ভাগ ওজনের অনুভব
নিতান্তই আমাকে ভাবিয়ে তোলে বার বার৷
পৃথিবী হয়ে তোমার হৃৎপিণ্ডে অনবরত ঘুরতেই ভালোবাসি
দিন রাত্রির আহ্নিকগতিতে বার বার নতুন দিনের সূর্যোদয় দেখতে চাই
বার্ষিকগতির ফলাফলে ছ-ছটি ঋতুর ভেতর
ভরিয়ে তুলতে চাই আষাঢ়ে মেঘের ঘনঘটা,
বৃষ্টির নরম ফোঁটায় মনের ক্ষেত টুইটুম্বুর হয়ে
উছলে উঠবে আষাঢ় গগনের নীল নব প্রেমের উল্লাস….
শুধু পৃথিবীর বুকে বাদল দিনের আপন কদম ফুলের আলোয় ভূগোল লিখবো
শূন্য বুকে একটা পৃথিবী প্রেমিক হয়ে…