• Uncategorized
  • 0

|| ভাষাতে বাংলা, ভাসাতে বাংলা || সংখ্যায় হরেকৃষ্ণ দে

আমার ভাষা আরামের ভাষা

আমার ভাষা আরামের ভাষা শুধু বাংলা,
পালং বেচে,বেচে আলু হাটে বসে কাংলা৷
বাংলা ব্যতীত বোঝে নাকো,অন্য কোন ভাষা,
অনর্গল গালি দেয়,যারা বলে ভিনভাষা ৷
তাই বাংলায় হাঁকে,বাংলা সব্জির নাম,
বাংলা ছাড়া কোন ভাষাতেই নেই আরাম৷৷
আমার ভাষা আরামের ভাষা শুধু বাংলা,
কাপড় করে ফেরি গাঁয়ে-গঞ্জে ঘুরে মংলা৷
বাংলা ছাড়া প্রশ্রয় দেয় নাকো কোন ভাষা,
হিংসায় গালি দেয় যারা বলে ভিনভাষা ৷
বাংলায় সুর করে হাঁক দেয় গাঁয়ে গাঁয়ে,
বাংলাতে ব্যতীত থাকে না আরাম জড়ায়ে৷৷
আমার ভাষা বাংলাতে গরব আমরণ,
আমার ভাষা আরামের ভাষাই আভরণ৷৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।