T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় হরেকৃষ্ণ দে
by
·
Published
· Updated
পৌষ সংক্রান্তি
স্থির চোখে দাঁড়িয়ে,বুকে ঝোলানো হাঁড়ির খেজুর গাছ
জীবনবৃক্ষের সুস্বাদু পানীয় ঝরায়
রিক্ত হয়ে৷
শীত এসে ছড়িয়ে দ্যায় সুগন্ধি নলেনের ঐতিহ্যবাহী ঘ্রাণ,
গামছা বাঁধা স্মৃতির ঝুলিতে আজও জ্যান্ত হয়ে আছে,লুপ্ত সংস্কৃতির বাঙালিয়ানায় পৌষ সংক্রান্তি৷
পৌষামোদের টুসু জাগরণের সেই ফর্দ থেকে ভেসে আসে টুসুগান–
মনের ভিটেই পিঠের শুভ্র চেহারায় নলেনের প্রলেপ আজও জাবর কাটে
পৌষ সংক্রান্তির দিনের কথা৷
আঁচলে খসে পড়া নরম রোদ খেলা করে
নারকেল নাড়ুর গন্ধে
পুর পিঠের গায়ে খুঁজতে থাকি পূর্বপুরুষের লৌকিকতার বাঙালী সংস্কৃতি….