যদি তোমাকে বলি ভালোবাসি!
তুমি কি করবে?
যদি তোমাকে নজরবন্দী করে রাখি!
তুমি কি করবে?
যদি তোমাকে মনের গভীরে বার বার ডাকি!
তুমি কি করবে?
যদি তোমার পোশাকের রঙে ঘ্রাণ নিই!
তুমি কি করবে?
যদি তোমাকে মনের নিরালায় বসিয়ে রাখি!
তুমি কি করবে?
যদি পূর্ণিমার চাঁদের ভেতর তোমার চোখে চোখ রাখি!
তুমি কি করবে?
যদি তোমাকে উহ্যে রেখে গোপন অনিয়মে লিপ্ত হই তোমার হৃদয়ে হৃদয় রেখে!
তুমি কি করবে?
যদি পাগলের বেশে তোমার পাশে বসে স্থির নয়নে উপভোগ করি তোমায়!
তুমি কি করবে?
যদি তোমার অজানা স্রোতের গতিপথ আটকে দিই প্রশস্ত বুকের পাটায়!
তুমি কি করবে?
আমি তোমার সব ঘৃণা,অবজ্ঞা,ভর্ৎসনা জড়ো করে
ভালোবাসার টবে বপন করব,
আর খুঁজে নেব প্রতিক্ষণে ফেব্রুয়ারি মাস,
আর উদযাপিত করব প্রতিদিন এক একটা চৌদ্দই ফেব্রুয়ারি৷