T3 || আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || বিশেষ সংখ্যায় হীরক বন্দ্যোপাধ্যায়

একুশের গান
বরকত সালাম আর কে যেন গাইছে
মাতৃভাষা তুমি নিষ্ঠুর এতো এদেরকেও কেড়ে নিলে
কে বলল ,কে বলল একথা
রফিক ,জানিনা জানতে চাইনা
প্রকাশ্য রাজপথে কিংবা ধান ক্ষেতে শুয়ে আছে
রক্ত মাখা মুখ এটা মহাশূন্যের কোন দেশ
মাঝারি উচ্চতা সুঠামদেহে একটা পদক ঝুলছে
আমিই কি তবে জব্বর ,কিংবা তার যমজ
আমরি বাংলা ভাষা …
কানে আসা মাত্র শ্বাস রুদ্ধ হয়ে আসে
এখন ভাতের থালার সামনে বসলে গা গুলিয়ে যায়
হে তৃতীয় বিশ্বের মানুষ
ভাষার জন্য আর ব্যর্থ মৃত্যু মেনে নেবে কেন?
আজও তাই একুশে ফেব্রুয়ারির দিকে তাকাতে পারিনা …
সেই থেকে একঘেয়েমির মতো ধিক ধিক করে
জ্বলছে বুকের মাঝে মর্মে প্রাণে
আজানে গানে ,একথা স্বত ই মনে আসে
আর নিঃশব্দে কথারা ফুরিয়ে যায় …