মাঝখানে শিশু খেলে নদী ও আকাশ
দুপাশে আমরা দুজন
ফুল্লরা কালকেতু
সেতুটি রচনা করে বিকেল শেষ
আরেকটু এগুলেই কল্পনায় রামী
চন্ডীদাস হতে আপত্তি আমার
মেঘে মেঘে বেলা গেলে দরজায় কুসুম
কাজের মেয়ে চোরা চোখে দেখে
বৌদিকে, চোখে চোখে ঢেউ
মুখ টিপে হাসে , কী দেখিস। কী দেখিস মুখপুড়ী
বিছানা বালিশ তোল
বেসিনে বাসন আছে , মাজার পর চা বসাস
বড়ো পাকা হয়েছিস
এই মেয়ে নীল ঝমাঝম
ছোট থেকে আছে
হঠাৎ বেজে ওঠে সংসদ, বিকেলের রিং টোন
দেহী তব পদপল্লব…
অধরায় থেকে যায়…..