কবিতায় হীরক বন্দ্যোপাধ্যায় (গুচ্ছ)

কিছু ফুল কিছু ভুল
কিছু ফুল আর কিছু ভুল দিয়ে বানিয়েছ সমাজ
এখানে সম্রাট আছে
মাথার উষ্ণীষে আছে পান্না হীরে চুনি
এখানে ঝলমলে রাজপথ কীভাবে যে সামলেছে
খালপার ইগলুর মাথা ঢাকা পলিথিন ছাদ
আর বৃষ্টি হলে হাইড্রেন
চোখ বন্ধ করে সমুদ্র দেখায়
এরকম অসংখ্য জলধারা উপমা থেকে যাবে
কিছু ফুল থেকে কিছু ভুল থেকে
অভিমান অভিসারে উচ্চারিত হবে সভ্যতার অবসাদ
আর সেখানেই জয় এই সমাজ সংসারের
দেহ থেকে খুঁটে খায় যে যার খাবার …….
অর্জুন
চোখ বন্ধ করো ,তাকালেই বিপদ
সকলের গায়ে মাথায় রক্ত লেগে আছে
কোথাও কি গন্ডগোল হলো?
ট্রেন ধর্মঘট ?
বাস ট্রাম বন্ধ, কিছুই তো বোঝার উপায় নেই
দুর্নীতির দুরন্ত আদেশে ছারখার অরণ্য
সমুদ্র হ্রদ ,ক্ষমাহীন প্রতিদ্বন্দ্বীতায় এ সময় তাকানো ভালো নয় ,চোখ বন্ধ করো যতক্ষণ পর্যন্ত না
আসন্ন দিনের যুদ্ধে তুমি কান্ডারি হতে পারো
যদিও এ কথা সবাই জানে তুমি নিমিত্তমাত্র
কৃষ্ণের ইচ্ছার পুতুলমাত্র, ইচ্ছা ও অনিচ্ছার বিপরীতে ত্যগ ও তিতিক্ষার সমান্তরাল
তোমার যাত্রা এমনকি মৃতেরা জেগে যেতে পারে
তাহলে আরেক বিপদ
সকলের গায়ে মাথায় রক্ত লেগে আছে. ..